images

সারাদেশ

মুগডাল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি থেকে মুগডাল তুলতে গিয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত  ডালিম বেগম (৬০) ওই এলাকার মৃত ইউসুফ আলী হাওলাদারের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিম বেগম তার বাড়ির পাশের  জমিতে মুগডাল তুলতে গেছিলেন।  এ সময়  তাকে সাপে কামড় দেয়।পরিবারের লোকজন চিকিৎসার জন্য কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে  তিনি মারা যান।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার বলেন, কী সাপে কামড় দিয়েছে নিদিষ্ট করে বলা কঠিন। হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এজে