images

সারাদেশ

দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, জনগণ তা রুখে দেবে: অমিত

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের মতো এখনোও দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বিএনপি দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। তাই এখনও যারা দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, জনগণ দেশের এবং তাদের স্বার্থে সকল ষড়যন্ত্র রুখে দেবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলা মহিলা দল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ক্ষমতার লোভে একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিজেদের কাঁধে তুলছে। যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত এখনও জনগণের রক্তে রঞ্জিত। সেই সন্ত্রাসীদের ওই রাজনৈতিক দলের ওপর ভর করে আবারও পুর্নবাসনের চেষ্টা করছে। কিন্তু জনগণ এটা মেনে নেবে না। কারণ জনগণ বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৬ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই পরিবর্তন। 

তিনি বলেন, জনগণের সেই কাঙ্খিত পরিবর্তনের স্বপ্ন দেখেছিল সেটি আজও পূরণ হয়নি। জনগণ একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। সেই কাঙ্খিত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আহ্বানের সাড়া দিয়ে জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে।

সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী।

প্রতিনিধি/ এজে