জেলা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম
রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে গিয়ে ৩ দিন ধরে অনশন করছেন মোছা. জুলেখা আক্তার রুলি (৩০) নামে এক নারী। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে উপজেলার কান্দ্রা গ্রামে সাইদ ইকবাল রুবেলের বাসায় এ অনশন শুরু করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলেও তিনি অনশনে ছিলেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেমিক রুবেল পুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রেমিকা রুলি তার ঘরে উঠার পর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন রুবেল।
প্রেমিকা রুলি জানান, তার দুটি সন্তান রয়েছে। এ অবস্থায় প্রতিবেশী স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের সঙ্গে চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই থেকে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর মত তাকে ব্যবহার করছেন। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য রুলি রুবেলকে চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করেন রুবেল। তাই তিনদিন ধরে বিয়ের দাবিতে রুবেলের ঘরে অবস্থান করছেন রুলি। তবে রুবেলের ঘরে কান্নাকাটি করছেন ওই নারী।
প্রেমিক রুবেল বাসা থেকে পলাতক এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তবে তার মা মমতা বেগম ছেলের সঙ্গে রুলির সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেন। তাদের বিয়েতে তার সম্মতি রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে ইউপি সদস্য সাঈদ ইকবাল রুবেলের বাড়িতে যাই। তখন তার প্রেমিকা রুলিকে ঘরে অবস্থান করতে দেখেছি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে বলেছি।
প্রতিনিধি/ এজে