জেলা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ফেনী সীমান্তে একই পরিবারের ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে ফেনীর পরশুরাম উপজেলার বাশঁপাদুয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ৪ বাংলাদেশি হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হরেন্দ কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল, শ্রী দাম চন্দ্র শীলের ছেলে নোবেল চন্দ্র শীল, শ্রী দাম চন্দ্র শীলের স্ত্রী সন্জীতা রানী শীল, শ্রী দাম চন্দ্র শীলের কন্যা বর্ষা রানী শীল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) টহল দল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে একই পরিবারের ৪ জন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের প্রাক্কালে আটক করে। আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হবে।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বাংলাদেশি মানবপাচারকারী পরশুরাম উপজেলার বাশঁপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) ও উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদ সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। হাসান বিজিবি অবস্থান দেখে পালিয়ে যায়।
বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে