জেলা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৩ এএম
লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।
পরে একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম জিহাদুর রহমান (২২)। তিনি নোয়াখালী জেলার চর জব্বার থানাধীন উত্তর চর বাগন গ্রামের মো. মমিনের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত জিহাদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। জিহাদুর রহমান বর্তমানে থানা হেফাজতে আছেন। নিয়মানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/ এমইউ