images

সারাদেশ

‘চাঁদপুর শহরে নিরাপদ যানবাহনের জন্য আইন মানতে হবে’

জেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম

শহরকে যানজটমুক্ত ও শহরবাসীর যাতায়াতের সুব্যবস্থা এবং শৃঙ্খলাবদ্ধ নিরাপদ যানবাহনের লক্ষ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি বলেন, পৌরসভার শহরের যাতায়াতের সু-ব্যবস্থা করার লক্ষ্যে আজকের এই আয়োজন। ইলেকট্রিক সাশ্রয় ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার বিকল্প ব্যবস্থা দেখানো হলো। পরিবেশ রক্ষার দিকটা আমাদের চালকরা মাথায় তেমন নেয় না। শুধু চালকরা নয়, আমরা অনেকেই অনেকসময় এ চিন্তা করি না।

আরও পড়ুন

‘সরকারের সংস্কার ভাবনার রূপরেখা পাঁচ বছর আগেই দিয়েছিলেন তারেক রহমান’

পৌর প্রশাসক উপস্থিত উদ্যোক্তা কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বর্তমানে যে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চলছে তার থেকে নতুন এই সাশ্রয়ীতে আনতে হলে কিছু সুযোগ সুবিধা আপনাদের দিতে হবে। যেমন বর্তমানে চার্জ করতে যে সময় লাগে তার থেকে কম সময় লাগলে এটাতে আগ্রহ প্রকাশ করবে। এছাড়াও আপনাদেরকে নতুন প্রযুক্তির গাড়িটি শহরের সবার সঙ্গে পরিচয় করাতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর শহরকে সুন্দর করতে আমি জানি, কিন্তু অনেকে নিয়ম মানবে না। তাই করতে পারি না। নিয়ম বা আইন করতে পারব কিন্তু সে নিয়ম বা আইন সবাইকে মানতে হবে। যে পরিকল্পনার এখানে দেখানো হলো তা খুব সুন্দর। একসময় এটা বাস্তবায়ন হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসচিব আবুল কালঅম ভুঁইয়া, নুরুল আমিন আকাশ প্রমুখ।

রোটারিয়ান সোহেল শেখের সঞ্চালনায় সম্ভাবনাময় নতুন প্রযুক্তির যানবাহন সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন, ট্রেড ইন্টারকন্টিনেন্টালের বিজনেস হেড মো. নাঈম হাসান খান, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রবিন খান, ইটিটি (ই টমটম) এর ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিইও অ্যান্ড ফাউন্ডার মো. জয়নাল আবেদীন প্রমুখ।

প্রতিনিধি/এসএস