জেলা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ১০:০০ এএম
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে বুড়িচং থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ রয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
সদর রসূলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে গেছে। হয়ত যেকোনো একটি ট্রেনে কাটা পড়েছেন তারা।
প্রতিনিধি/ এমইউ