images

সারাদেশ

মুন্সিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাঢ়ীখাল বাজার এলাকায় ১২ কেজি গাঁজাসহ অভিযানে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. বজলু কাজী ও মো. রোমান কাজী কে গ্রেফতার করা হয়। 

বজলু কাজী উপজেলার মধ্য বাঘড়া এলাকার মৃত ফজলুর রহমান কাজীর ছেলে ও রোমান কাজী একই এলাকার গ্রেফতারকৃত আসামি বজলু কাজীর ছেলে।

এসব গাঁজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।