জেলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম
ফেনীর সোনাগাজী উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল হাসেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চর দরবেশ ইউনিয়নের দারোগারহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবুল হাসেম ওই এলাকার পশ্চিম চর দরবেশ গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে। তিনি ওই এলাকায় গরু ও দুগ্ধ খামারি হিসেবে পরিচিত৷
পুলিশ ও এলাকাবাসী জানায়, আবুল হাসেম দীর্ঘদিন ধরে সোনাগাজী উপজেলা শহরে বসবাস করে আসছেন। তিনি প্রতিদিন ভোর বেলায় পশ্চিম চর চান্দিয়া গ্রামে গিয়ে খামার থেকে দুধ সংগ্রহ করে তা সোনাগাজীর বিভিন্ন দোকানে বিক্রি করতেন৷ প্রতিদিনের মতো আজও তিনি সকাল সাড়ে ৫টার দিকে দুধ সংগ্রহের জন্য খামারে যাওয়ার পথে সওদাগর হাট এলাকায় পৌঁছালে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। সেখানে নেয়ার পথে আবুল হাসেমের মৃত্যু হয়।
এলাকাবাসীর ধারণা, ওই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালে সংঘর্ষে বেলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়। ওই মামলায় আবুল হাসেম প্রধান আসামি ছিলেন। সেই ঘটনার জেরে মঙ্গলবার ভোর বেলায় আবুল হাসেমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন বলেন, আবুল হাসেমের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস