images

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে চলন্ত রিকশায় ফেলে নির্যাতনের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম

নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মো. ফয়সাল হোসেন কদরকে চলন্ত রিকশায় পায়ের নিচে ফেলে নির্যাতনের ঘটনায় মামলা করা হয়েছে। নির্যাতনের ১১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

সোমবার(২১ এপ্রিল) দুপুরে নির্যাতিত ওই ছাত্রলীগ কর্মীর বাবা খায়রুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।

মারধরের শিকার মো. ফয়সাল হোসেন কদর নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।

ভিডিওতে দেখা যায়, মো. ফয়সাল হোসেন কদর নামে এক ছাত্রলীগ কর্মীকে চলন্ত রিকশার পা-দানিতে শুইয়ে দুইজন ব্যক্তি তার পিঠে পা দিয়ে চেপে ধরে আছে। এসময় তার দুই হাত ধরে টানাটানি করতে দেখা গেছে। এ সময় রিকশায় জোরে গান বাজ ছিল।

আরও পড়ুন

ছাত্রলীগ কর্মীকে চলন্ত রিকশায় পায়ের নিচে ফেলে নির্যাতন: ভিডিও ভাইরাল

মারধরের শিকার ফয়সাল হোসেন কদর বলেন, দুপুরে শহরের কানাইখালী ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফিরছিলাম। এ সময় পেছন থেকে আমাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সঙ্গে রাজনীতি করে। এসময় আমাকে তারা জোর করে রিকশায় তুলে নিয়ে শুইয়ে দিয়ে মারধর করছিল। এ সময় পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও ছিনিয়ে নেয় তারা। এভাবে পুরো আমাকে শহর ঘোরায়। আমার অপরাধ কী জানতে চাইলে তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। আজ বিকেলে আহত ছাত্রলীগ কর্মীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। পরে পুলিশ মামলা নথিভুক্ত করেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধি/এজে