images

সারাদেশ

শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের মানববন্ধন

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম

প্রাইম এশিয়া ইউনিভারসিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলা ছাত্রদল এক মানববন্ধনের আয়োজন করেছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১২টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, পিরোজপুর ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রসিদ বাপ্পি, পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি ইমরান আহমেদ সজীব, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

1000125683

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জাহিদুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে ছাত্রসমাজ চুপ থাকবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ভয়াবহ ঘটনার স্বীকার না হয়।

আরও পড়ুন

শিক্ষকদের উপস্থিতি শিক্ষার্থীদের হট্টগোল, ১২ শিক্ষককে অব্যাহতি 

তিনি আরও বলেন, ছাত্র বৈষম্যের নামে কিছু দুষ্কৃতকারী ঢুকে পড়েছে যারা আমার ভাইকে হত্যা করার সাহস দেখিয়েছে। একটু হাসির কারণে যাকে হত্যা করা হয়েছে তাদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জনগণ শান্তি পাবে না।

একই কর্মসূচি জেলার নাজিরপুর উপজেলার শহীদ জিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে পালন করা হয়।

এসময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, যুগ্ম আহ্বায়ক এসকে এশারত, মাটিভাংগা কলেজ ছাত্রদলের মুন্না প্রমুখ।

thumbnail_1000125686

উল্লেখ্য, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনা এই মানববন্ধন পিরোজপুরের ছাত্রসমাজের ঐক্যবদ্ধ প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। তারা স্পষ্ট বার্তা দিল, কোনো ছাত্রের ওপর এমন বর্বরোচিত হামলা আর মেনে নেওয়া হবে না। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়।

প্রতিনিধি/এসএস