images

সারাদেশ

রৌমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার তুরা রোড সংলগ্ন নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছেন রৌমারী থানা পুলিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠ সমাবেত হয়।

এ সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে