images

সারাদেশ

সুন্দরবনে বনদস্যু করিম বাহিনীর ২ জন আটক, দুই জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম

সুন্দরবনের আশপাশের এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দুই জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একই সময় জিম্মি অবস্থায় থাকা দুই জন জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাহিনীটি।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন— খুলনার দাকোপ উপজেলার মোঃ শাজাহান মোল্লা (৪৮) এবং বাগেরহাটের মোংলা উপজেলার মো. সুমন হাওলাদার (৩০)।

উদ্ধার জেলেরা হলেন— পাইকগাছার আজিজুল শেখ (৫৫) এবং আলম গাজী (৩৭)।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) রাত ১১টায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বিত অভিযানে খুলনার দাকোপ উপজেলার কামারখোলা এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি সহ একজনকে আটক করা হয়। পরে রোববার (২০ এপ্রিল) রাত ৩টায় সুন্দরবনের নলিয়ান এলাকার খেয়াঘাট থেকে আরেকজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, তারা স্থানীয় একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সন্দেহজনক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং ওই এলাকায় যাতায়াত করতেন।

এছাড়া রোববার ভোর ৫টায় সুন্দরবনের আড়শিবসা নদীর পাশ থেকে উদ্ধার করা হয় দুই জেলেকে, যারা ৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। উদ্ধার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবন ও আশপাশের অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

প্রতিনিধি/টিবি