images

সারাদেশ

কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে আবারও ডাকাতি

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর-সাবদারপুর সড়কে গাছ ফেলে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (২০ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

সাবদারপুরের এক স্থানীয় কলা ব্যবসায়ী জানান, শনিবার (১৯ এপ্রিল) রাতে ব্যবসায়ী গাফফারের কলা বিক্রি করে বাড়ি ফিরছিলেন আলমসাধু চালক বিপ্লব। পথিমধ্যে ডাকাতরা খেজুরগাছ ফেলে তাদের গতিরোধ করে আটকে দেয়।

এ সময় বিপ্লবের কাছে থাকা কলা বিক্রির ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

আলমসাধু চালক বিপ্লব বলেন, “সাবদারপুর থেকে কলা বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ি। একটি মাইক্রোবাস ও একটি আলমসাধু ঘটনাস্থলে এসে দাঁড়ায়। এরপর ডাকাতরা আমাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে আমাদের সেখানে আটকে রাখা হয়।”

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়কে গাছ কেটে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি।”

সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘সড়কে পুলিশি টহল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে রাতে যারা এই সড়কে চলাচল করবেন, তাদের পুলিশি সহযোগিতা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

প্রতিনিধি/একেবি