জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম
নাটোরে মো. ফয়সাল হোসেন কদর নামে ছাত্রলীগের এক কর্মীকে চলন্ত রিকশায় পায়ের নিচে ফেলে নির্যাতন করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ১১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে।
মারধরের শিকার মো. ফয়সাল হোসেন কদর নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা।
ভিডিওতে দেখা যায়, মো. ফয়সাল হোসেন কদর নামে এক ছাত্রলীগ কর্মীকে চলন্ত রিকশার পা-দানিতে শুইয়ে দু’জন ব্যক্তি তার পিঠে পা দিয়ে চেপে ধরে আছে। এসময় তার দুই হাত ধরে টানাটানি করতে দেখা গেছে। এ সময় রিকশায় জোরে সাউন্ডে গান বাজ ছিল।
আরও পড়ুন
মারধরের শিকার ফয়সাল হোসেন কদর বলেন, দুপুরে শহরের কানাইখালী ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফিরছিলাম। এ সময় পেছন থেকে আমাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সঙ্গে রাজনীতি করে। এসময় আমাকে তারা জোর করে রিকশায় তুলে নিয়ে শুইয়ে দিয়ে মারধর করছিল। এ সময় পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও ছিনিয়ে নেয় তারা। এভাবে পুরো আমাকে শহর ঘোরায়। আমার অপরাধ কী জানতে চাইলে তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ।
এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও শিক্ষার্থীরা কদরকে মারধর করছিল। আমি জানতে পেরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি।
নাটোরে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা শুনেছি, এবং এ বিষয়ে একটি জিডি থানায় করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে বলে তিনি জানান।
প্রতিনিধি/এসএস