images

সারাদেশ

ফেনীতে শতাধিক নারীকে সেলাই মেশিন দিল জামায়াত

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পিএম

আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ফেনীতে শতাধিক নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২০ এপ্রিল) বিকেলে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি থেকে নিম্ন আয়ের পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরেরসহ সেক্রেটারি ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার মো. ফখরুদ্দিন মানিক।

আরও পড়ুন

চসিকের খাল পরিচ্ছন্নতায় নেমেছে জামায়াত, সঙ্গে মেয়র শাহাদাত

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন মিস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী।

এসময় আরও বক্তব্য দেন এলাকার সমাজসেবক আবুল হোসাইন, নিরাপদ সড়ক আন্দোলনের উপজেলা সেক্রেটারি এম এম রহমান সোহেল প্রমুখ।

thumbnail_1000032491

প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন মানিক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর আধুনিক সমাজ গঠনের মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পারিবারিক আয় বাড়ানোর প্রচেষ্টা হিসেবে নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস