জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম
হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনের সীমানা প্রাচীরের ভেতরে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদ এবং নতুন গাছ রোপণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর হবিগঞ্জ জেলা শাখা।
রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে স্মারকলিপিটি জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের হাতে তুলে দেন। স্মারকলিপি গ্রহণকালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ধরা হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাহমিনা বেগম গিনি এবং যুগ্ম-সদস্য সচিব সিদ্দিকী হারুন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, গত ১৮ এপ্রিল ২০২৫ তারিখে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনের সীমানার ভেতরে কয়েকটি মূল্যবান ও পরিপক্ব গাছ কর্তন করা হয়েছে। এই বৃক্ষগুলো দীর্ঘদিন ধরে এ এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে এমন হঠাৎ ও অপরিকল্পিত গাছ কর্তনের ঘটনায় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি।”
স্মারকলিপিতে আরও বলা হয়, “গাছ কাটা শুধু পরিবেশের ক্ষতি করেনি, বরং স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে। একটি সুস্থ, সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষের গুরুত্ব অনস্বীকার্য।”
এ প্রেক্ষিতে সংগঠনটি নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করে—
স্মারকলিপি প্রদানকালে ধরা হবিগঞ্জ জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন—আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, সদস্য সচিব তোফাজ্জল সোহেল, যুগ্ম-সদস্য সচিব সিদ্দিকী হারুন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, আলোকচিত্রী আশীষ দাস, সমাজকর্মী রেজাউল হাসান রাজু ও খাদিজা আক্তার লিমা।
প্রতিনিধি/একেবি