images

সারাদেশ

বিজিবি দেখে ৭৬ কেজি গাঁজা রেখে পালাল চোরাকারবারি! 

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পিএম

ফেনীর ভারতীয় সীমান্তবর্তী ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর বিওপির এলাকায় বিজিবি সদস্যদের দেখে ৭৬ কেজি গাঁজা রেখে পালিয়েছে চোরাকারবারিরা।

রোববার (২০ এপ্রিল) ভোররাতে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে এ ঘটনায় জড়িত মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি দেখে গাঁজার বস্তাটি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৬৬ হাজার টাকা।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজাগুলো স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এমইউ