images

সারাদেশ

শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল করেছি: শহিদুল ইসলাম

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৫, ১১:২০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘বিগত ১৭ বছর শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমি রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি। বারবার হামলার শিকার হয়েছি। রক্তাক্ত হয়েছি। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল।

আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় সব কর্মসূচিতে সোচ্চার ছিলাম। আপনাদের সেবা করার জন্য এসেছি। আপনারা সঙ্গে থাকলে ভাঙ্গাকে আমি বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলব।  

এ সময় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি ভাঙ্গার জনগণের সঙ্গে আমার প্রাণ বেঁধেছি । বিপদে, আপদে, সুখে, দুঃখে সব সময় আমি আপনাদের পাশে থাকব। আমি কখনও পালিয়ে যাব না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে। আমরা বিজয়ী হলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গাকে দুর্নীতির ঊর্ধ্বে রেখে উন্নয়ন করব।

শনিবার বিকেলে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে আয়োজিত পথসভায় অন্যদের মাঝে বক্তব্য দেন - ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না প্রমুখ। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ