জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মধ্য সিংগীমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুর ইসলামের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসময় হাসিনুর ইসলামের মায়ের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন জামায়াতে আমির।
এর আগে কালীগঞ্জ উপজেলার শৈলমারীর চড় এলাকায় ভুট্টাক্ষেতে নিহত ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতীর বাড়িতে গিয়েও তার পরিবারকে সমবেদনা জানান তিনি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নিহত হাসিনুর ইসলামের বাড়িতে যান জামায়াতে আমির।
উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন হাসিনুর ইসলাম। নিহত হাসিনুর মধ্য সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
প্রতিনিধি/এসএস