images

সারাদেশ

পুকুরে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা  রোহিঙ্গা ক্যাম্পে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লেদা একটি ইট ভাটার পুকুরে এঘটনা ঘটে৷ 

নিহত শিশু হলেন- ২নং রোহিঙ্গা ক্যাম্প আই/২ ব্লকের আবুল কাশেমের ছেলে নুর হাশিম (১০) ও একই ব্লকের মোহাম্মদ সালামের ছেলে মো. রাশেদ (০৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি গুরা মিয়া।

তিনি জানান, নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর আই/২ ব্লকে বসবাসরত নূর হাসিম ও মো. রাশেদ নামের দুইজন রোহিঙ্গা শিশু নিকটস্থ ব্লকের পাশে পুকুরে গোসল করতে গেলে অসতর্কতা বসত পানিতে পড়ে যায়। 

তিনি আরও জানান, পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গাদের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করা হলে নূর হাসিম নামের শিশুটি তাৎক্ষণিক মারা যায় এবং মোহাম্মদ রাশেদকে আহত অবস্থায়  নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে