জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফখরুল ইসলাম উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বাসিন্দা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে চা খাচ্ছিল ফখরুল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে দৌড় দেন ফখরুল।
পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফখরুল বিস্ফোরক মামলার এজহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ