জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার দক্ষিণ একসত্যাপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত আরাফাত স্থানীয় মো. নুর হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল।
স্থানীয়রা জানান, বাড়ির সামনে উঠানে ফুটবল খেলার সময় বল পাহাড়ের নিচে পড়ে যায়। ওই বল কুড়িয়ে আনতে পাহাড়ের নিচে যাওয়ার সময় পাশের পানি তোলার বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে উদ্ধার করে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, পানি তোলার তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শিশুটির মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ