জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাকিব আল হাসানের মতো একজন আইকন আওয়ামী লীগের মতো বাজে দলে কীভাবে যোগ দেন সে প্রশ্ন থেকেই যায়।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি বাজে দল, ব্যাংক লুট, গুম ও খুনসহ নানান অপকর্মের সঙ্গে তারা জড়িত। এসব জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করলেন। এ রাজনৈতিক দলের হাতে সাধারণ জনগণের রক্ত লেগে আছে, এ দলটি হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে।
সাকিব আল হাসান আওয়ামী লীগে যোগদানের আগেই সব কিছুই জানতেন। ’তারপরও কেন যোগদান করলেন সে প্রশ্ন আসা স্বাভাবিক।
মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা এ ধরনের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে যে আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে অন্য মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে না।
প্রতিনিধি/ এমইউ