জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম
লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের লালমনিরহাটে শনিবারের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল শনিবার আমীরের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা উপলক্ষে তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ করা হয়েছে ঐতিহাসিক কালেক্টরেট মাঠে, মহিলাদের গিয়াস উদ্দিন মাঠে বসার জায়গা করা হয়েছে। জনসভায় দশ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি।
জামায়াত আমীরের লালমনিরহাটে প্রথম জনসভা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রতিনিধি/ এজে