জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ০২:৫১ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রখানার সাউদপাড়া গ্রামের ফুলবাড়ী-খড়িবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে। আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বর্তমানে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী জোবেদা অটোরাইস মিলে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন সাইদুল। তিনি খড়িবাড়ী সড়কের চন্দ্রখানার সাউদপাড়ায় পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইদুল।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত সাইদুলের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একেবি