images

সারাদেশ

রাতে মায়ের সঙ্গে ঝগড়া, সকালে ফাঁস নিলেন মেয়ে

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে রোকসানা বেগম রুমানা (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর জগৎবাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমানা বেগম ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে ও একই ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তার একটি ছেলে (৫) রয়েছে। এছাড়া ৩ মাসের গর্ভবর্তী ছিলেন রুমানা।

আরও পড়ুন

অলংকার ও ফোন কেনার জন্য চার মাসের শিশুকে বিক্রি করলেন নিষ্ঠুর মা!

স্বজনরা জানায়, ইতোপূর্বে স্বামী আল-আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রুমানা। গেল ঈদের আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য ঘটলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রুমানার সঙ্গে পারিবারিক বিষয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়। আর এই অভিমানে শুক্রবার সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যা তাছলিমা খাতুন। তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ এসে রুমানার মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, আজ সকাল ১১টার দিকে রুমানা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছেন। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি  গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস