জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমার ইউনিয়নের চর ভোটমারী গ্রামে জান্নাতি বেগম (১৩) নামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে (২০) গ্রেফতার করে পুলিশ। নিহত জান্নাতি ওই গ্রামের ফজলুল হকের মেয়ে এবং স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গ্রেফতার যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে। স্থানীয়দের ধারণা জান্নাতিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে বেলালের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
![]()
এছাড়া শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তারা।
![]()
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে জান্নাতিকে বাড়িতে একা রেখে পাশে অসুস্থ নানিকে দেখতে যান জান্নাতির মা। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের বাড়ির চারদিকে ভুট্টা ক্ষেত। খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রেফতার যুবক বেলালসহ ৪/৫জনকে ওই ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে পালাতে দেখে জান্নাতির মায়ের সন্দেহ হয়। পরে তিনি ওই ভুট্টা ক্ষেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতির মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বেলালের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন জান্নাতির বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেফতার করে।
![]()
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, নিহত জান্নাতির মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে জান্নাতির ভাইয়ের সঙ্গে গ্রেফতার বেলালের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে এমন ধারণা থেকে তদন্ত করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস