images

সারাদেশ

ধর্ষণচেষ্টা মামলায় সৎ বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণচেষ্টা মামলায় সৎ বাবা আমির হোসেনকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোর আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়।

বুধবার (১৬ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই মেয়ের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। 

অভিযুক্ত আমির হোসেন (৩৯) নাটোর সদর থানা এলাকার জংলী কুমিল্লাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ভাটকুজা এলাকায় মৃত ইয়াকুব আলীর ছেলে আমির হোসেনের সঙ্গে ভুক্তভোগী ওই মেয়ের মায়ের বিয়ে হয়। বিয়ের পর মেয়েকে নিয়ে সৎ বাবার বাড়িতে বসবাস করতো তারা। বিভিন্ন সময় সৎ বাবা ওই মেয়েকে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করতো। একপর্যায়ে ভুক্তভোগী ওই মেয়ে তার মাকে বিষয়টি জানালে এ ধরনের কাজ করতে নিষেধ করেন সৎ বাবাকে। কিন্তু তারপরও আমির ওই মেয়েকে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করতে থাকে। এ অবস্থায় গত বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী মেয়েটি বাড়ির দ্বিতীয় তলায় নিজ কক্ষে শুয়ে ছিল। এ সময় ওই মেয়ের মা বাড়ির নিচ তলায় থাকার সুযোগে সৎ বাবা ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করে  যৌন নিপীড়ন এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে সৎ বাবাকে ঘটনাস্থল থেকে আটক করে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেন তারা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী ওই মেয়ের মা বাদী হয়ে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে জেলে পাঠানো হয়।

প্রতিনিধি/ এমইউ