জেলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ এএম
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুদর্শন গাইন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুদর্শন মুকসুদপুর উপজেলার কলিগ্রামের সুকণ্ঠ গাইনের ছেলে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, সুদর্শন নিজের গ্রামে ডাক্তারি করতেন। স্ত্রীর চাকরির সুবাদে তিনি পরিবারের সঙ্গে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কোয়ার্টারে থাকতেন। প্রতিদিনের মতো সুদর্শন মোটরসাইকেলযোগে কলিগ্রাম থেকে হাসপাতাল কোয়ার্টারে যাচ্ছিলেন। সাতপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশে রাখা ইটের টুকরোর ওপরে উঠে গেলে নিয়ন্ত্রণ হারায়। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিনিধি/টিবি