জেলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ০৭:০৩ এএম
রাজশাহীতে আত্মহত্যা করার জন্য রেলস্টেশনে সারাদিন অপেক্ষা করে ট্রেন পৌঁছানো মাত্র ঝাঁপ দিয়েছেন এক বৃদ্ধ। এতে ট্রেনের নিচে দ্বিখণ্ডিত হয়ে নিহত হয়েছেন তিনি। সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম রুহুল আমিন (৬০)। তার বাড়ি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেই আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন বৃদ্ধ রুহুল আমিন। এদিন ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আড়ানী পৌঁছাতে বিলম্ব করে। সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ ট্রেনটি স্টেশনে পৌঁছায়। এসময় স্টেশন মাস্টার ট্রেন আসার ঘণ্টা বাজান। তখন পূর্বপান্তে অবস্থান করছিলেন বৃদ্ধ রুহুল। ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার পূর্ব মুহূর্তে তিনি হঠাৎ করেই লাইনের মধ্যে ঝাপ দেন। সাথে সাথে তিনি দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এলাকাবাসী জানান, তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ কিংবা রহস্য জানা যায়নি। তবে তিনি পারিবারিক কলহের কারণে এভাবে আত্নহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, ঘটনাটি একেবারে অনাকাঙ্খিত। বিকেলে ঘটনা ঘটেছে। তিনি কেন এভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয়ে এখনও কিছু আমরাও জানতে পারিনি।
এ ব্যাপারে বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে ট্রেনে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা আত্নহত্যার বিষয়গুলো রেলওয়ে পুলিশ দেখভাল করে থাকে। বিষয়টি তারা দেখবেন।
প্রতিনিধি/এফএ