images

সারাদেশ

গাজীপুরে বগি লাইনচ্যুত, ১৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৫, ০৭:২৮ এএম

ঢাকা-টাঙ্গাইল রেলরুটের গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুতের ১৩ ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।

thumbnail_Screenshot_20250413_160233_Editor_Lite

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জমান জানান, রোববার আনুমানিক দুপুর আড়াইটার কিছু সময় ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। পরে  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চালক দুর্ঘটনা কবলিত পেছনের ৪টি বগি ঘটনাস্থলে রেখে ইঞ্জিনসমেত অন্যান্য বগি নিয়ে ঢাকায় পৌঁছান।

আরও পড়ুন

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত সাড়ে তিনটার দিকে  ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

thumbnail_Screenshot_20250413_160218_Gallery

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল প্রায় ১৩ ঘণ্টা বন্ধ ছিল। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রতিনিধি/এসএস