জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম
ফেনী ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে এক স্কুল শিক্ষার্থী নিহত ও অপর চারজন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) ১০টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী তাসিন উদ্দিন (১৫) ফুলগাজী সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহত চার বাসযাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন—পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম ও জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন এবং দাগনভূঞার বেলাল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজী কলাবাগান নামকস্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাসিন উদ্দিন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্হলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে এতে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এজে