জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. নাহিদ হাসান।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে দুই পরিবারকে এ সহায়তার চেক প্রদান করেন।
ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. নাহিদ হাসান জানান, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম স্যারের নির্দেশে পানিতে ডুবে মারা যাওয়া দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এভাবেই জনগণের পাশে আপনাদের বিচরণ থাকবে এটাই প্রত্যাশা করি।
গত শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিনিধি/ এজে