জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৩:০২ পিএম
নাটোরের বড়াইগ্রামে ইসরায়েলবিরোধী মিছিল নিয়ে কথা কাটাকাটির জেরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টা দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— উপজোলার কামারদহ গ্রামের মোতালেব হোসেন, শরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলামসহ ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার কামারদহ বাজারে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েল বিরোধী একটি মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় উপজেলার কামারদহ বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মাসুদ রানা গ্রুপের বনপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানের সঙ্গে কামারদহ গ্রামের বিএনপি কর্মী আলিফ ও সবেল আলী গ্রুপের লিটন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু-পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জাহিদুল ইসলামের অবস্থা খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও ৩ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি