জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০১:০৮ পিএম
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় শুক্রবার (১১ এপ্রিল) রাতেই দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তাদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কাঞ্চনপুর গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে।
এদিকে, নিহতের ঘটনায় শুক্রবার রাতে আফতাব গ্রুপের লোকজন প্রতিপক্ষের ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর মালামাল লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সময় কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষের ২০ জনকে গ্রেফতার করে কালিয়া থানায় হস্তান্তর করেন। এ সময় গ্রেফতারদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই রাতে ২০ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রতিনিধি/টিবি