জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১১:১৭ এএম
লক্ষ্মীপুরে বড় ভাই আব্দুল হাইয়ের মালিকানাধীন দোকানঘর দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে ছোট ভাই মাসুদ রানা মামুন ও সফিকুর রহমান বিরুদ্ধে। দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বড় ভাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শুক্রবার (১১এপ্রিল) দুপুরে বড় ভাই আব্দুল হাই লক্ষ্মীপুর শহরে একটি পত্রিকার অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছোট ভাইর বিরুদ্ধে এ অভিযোগ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে সুস্থ বিচারের প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী আব্দুল হাই জানান, উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের মন্ডল তলী বাজারে ২৬ নম্বর মৌজার নামজারী জমা খারিজ ২৫-৫৮২৫ নম্বর খতিয়ান ভুক্ত ৩১৮৬ দাগে এক শতাংশ জমির ওপর তার একটি দোকানঘর আছে। ওই জমিটি তিনি তার ফুফু মমতাজের নেছার কাছ থেকে ক্রয় করেন। কিন্তু জমিটি পৈত্রিক দাবি করে সেটি দখলে নিতে চায় তার দুই ভাই মাসুদ রানা মামুন ও সফিক। এ নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। (মামলা নম্বর-১৭৭/২০২৫ইং)। আদালত কর্তৃক ওই দোকানের সম্পত্তির ওপর বিবাদীদের বিরুদ্ধে মামলার পরবর্তী ধার্য্য তারিখ পর্যন্ত স্থিতাবস্থায় বজায় রাখার আদেশ রয়েছে। কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে দোকানে ঢুকে সেটি দখলে নেয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তার ফুফুর নামে এক শতাংশ জমি ছিল। ওই জমি তিনি খরিদ করেন। তার নামে জমির দলিল এবং নামজানি খতিয়ান রয়েছে। তাদের পৈত্রিক জমি ওই জমির পেছনে।
দোকান দখলকে কেন্দ্র করে তার দুই ভাই বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে তার আত্মীয় মো. ইউসুফকে মারধর করে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। নিজেও হুমকিতে রয়েছেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
প্রতিনিধি/টিবি