images

সারাদেশ

রাস্তায় পড়ে ছিল নবজাতক শিশু

জেলা প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৫, ০৮:২৭ এএম

রাস্তার পাশ থেকে হঠাৎ নবজাতক শিশুর কান্না শুনে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে শিশুটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের মিয়ারাস্তা মাথা এলাকায় রামগতি টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে নবজাতক শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় কামাল মাঝি জানান, রাস্তার পাশে হঠাৎ শিশুর কান্না শুনতে পেয়ে তিনি চমকে ওঠেন। পরে আশপাশের লোকজন নবজাতক শিশুকে একনজর দেখে ছুটে আসেন।

সদর হাসপাতালে এক নারী শিশুটিকে দেখে জানিয়েছেন, (আজ) শুক্রবার সকালে এ নবজাতক শিশু সদর হাসপাতালে জন্ম নেয়। তার পাশে ছিল শিশু ও তার মা। সন্ধ্যার পর থেকে তারা ছিল না। ধারণা করা হচ্ছে, নবজাতক শিশু কিছুটা শারীরিকভাবে অসুস্থ। তার মার সঙ্গে কথা হলে সে তার বাবার পরিচয় দেয়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় ঢাকা মেইলকে জানান, পুলিশ একটি নবজাতক শিশু নিয়ে আসলে আমরা তাকে ভর্তি করে দিই। সকালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর বিস্তারিত জানা যাবে শিশু কতটুকু ভালো আছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা জানান, খবর পেয়ে নবজাতক শিশুটিকে দেখতে হাসপাতালে আসি। হাসপাতালের চিকিৎসক ও শিশু চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। শিশুটি হাসপাতালে সরকারি দায়িত্বে ভর্তি রয়েছে। আমরা তার পরিচয় শনাক্ত করতে কাজ করছি। তার পরিচয় না মিললে আমরা চট্টগ্রাম শিশু নির্বাসে হস্তান্তর করবো। আর কেউ নিতে চাইলে আদালতের মাধ্যমে দেওয়া হয়।

প্রতিনিধি/টিবি