images

সারাদেশ

সংঘর্ষের সময় কোপানো হলো বিএনপির ৪ নেতাকে 

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে সংঘর্ষের সময় বিএনপির চার নেতাকে কোপানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (১১ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় আহতরা হলেন - গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার, তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম. রহমান সফল, স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল ও যুবদল নেতা কায়সার আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, বিএনপি নেতা কবির সরকার ও কৃষক দল নেতা আসাদুজ্জামান সুজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজনকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ কারণে পুলিশ সতর্ক রয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ