images

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মাদকসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম

শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল তালুকদারকে (২৮) ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ মাহমুদপুর তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।

thumbnail_1000173159

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঝিনাইদহে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার

কামরুল তালুকদার দক্ষিণ মাহমুদপুর গ্রামের সিরাজ তালুকদারের ছেলে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে মাহমুদপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে কোর্টে চালান করা হবে।

প্রতিনিধি/এসএস