images

সারাদেশ

ফেনীতে শতাধিক প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা দিলো বিএনপি

জেলা প্রতিনিধি

১০ এপ্রিল ২০২৫, ১০:৩২ পিএম

ফেনীতে শতাধিক প্রতিবন্ধীকে আর্থিক অনুদান দিয়েছে সৌদি আরবস্থ দাম্মাম বিএনপির সদস্য সচিব ইউসুফ আলী। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের মাঝেও আর্থিক অনুদান দেওয়া হয়।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ফেনী শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে প্রধান অতিথি থেকে এসব আর্থিক অনুদান তুলে দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

দাম্মাম বিএনপির সদস্য সচিব ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন - জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ভূঁইয়া, আনোয়ার হোসেন পাটোয়ারী, সৌদি আরবের পূর্ব অঞ্চলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, দাম্মাম বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর সাফা মজুমদার ও রিয়াদ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন ফখরুল।

জেলা দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতির সভাপতি নাছির উদ্দীন ভূঁঞা সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  জেলা দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট সমির কর ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন - জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীসহ অন্যান্য নেতারা। পরে প্রতিবন্ধীদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

প্রতিনিধি/ এমইউ