images

সারাদেশ

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪১ 

জেলা প্রতিনিধি

১০ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পিএম

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক হাজার ৩৪১ জন পরীক্ষার্থী। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

তবে ওই দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এক লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৬ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৮০ শতাংশ।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ২০৬ জন, গাইবান্ধায় ২০৩ জন, নীলফামারীতে ১৪৩ জন, কুড়িগ্রামে ১৫২ জন, লালমনিরহাটে ৯৯ জন, দিনাজপুরে ২৭০ জন, ঠাকুরগাঁয়ে ১৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১১০ জন রয়েছে।

উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

প্রতিনিধি/ এমইউ