images

সারাদেশ

ভারতে অনুপ্রবেশের সময় ২ যুবক আটক  

জেলা প্রতিনিধি

১০ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় ঠাকুরগাঁওয়ের দুই যুবককে (বাংলাদেশি) আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা ক্যাম্পের সীমানা অতিক্রম করে ভারতের ৫০০ গজ ভেতরে ঢুকলে তিনগাও ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। 

বিষয়টি বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেইলকে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।

আটক দুই যুবক হলেন - বালিয়াডাঙ্গী উপজেলার মশালডাঙ্গী এলাকার তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫) ও জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২)। 

ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ ঢাকা মেইলকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাংলাদেশের নাগর ভিটা ক্যাম্প পার হয়ে ভারতের ৫০০ গজ ভেতর থেকে ওই দুই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক দুই যুবক চোরাকারবারি। তবে তারা কী কারণে ভারতে অনুপ্রবেশ করেছে তা এখনও জানা যায়নি। আমরা তিনগাও ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি তাদের ফেরত আনার জন্য। 

প্রতিনিধি/ এমইউ