জেলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
সুইমিং পুলের পানিতে ডুবে সোয়াদ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জগন্নাথপুরের বাহাদুর পাড়ায় ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্টের সুইমিং পুলে লাশ ভেসে থাকতে দেখেন শিশুটির স্বজনরা।
মৃত শিশুটি ঠাকুরগাঁও পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পূর্ব শান্তিনগর এলাকার রেজাউল করিমের ছেলে।
শিশুটির স্বজনেরা জানান, সোয়াদের মানসিক সমস্যা রয়েছে। সে প্রায় ওই সুইমিং পুলে গোসল করতে যেত। আজ সকালের দিকে বাড়ি থেকে বের হয়েছিল সোয়াদ। কিছুক্ষণ পরে আমরা তাকে খোঁজাখুঁজি করে ঠাকুরগাঁও ওয়াটার ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্টের সুইমিং পুলে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তদন্তে যাওয়া সদর থানার সাব ইন্সপেক্টর বাবুল জানান, আমরা ঘটনাস্থলে এসে দেখি নিহত শিশুটিকে তার স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। প্রাথমিক যে তথ্য সেগুলো নেওয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ