জেলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
মুন্সিগঞ্জের গজারিয়ায় ক্রেতা সেজে ছদ্মবেশে ইয়াবা কিনতে গিয়ে স্থানীয় এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক নারীর নাম মাজেদা বেগম (৩৯)। তিনি ওই এলাকার রাসেল সরকারের স্ত্রী।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, একাধিক মামলার আসামি রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। ফলে তাদের মাদকসহ ধরতে অভিনব কৌশল অবলম্বন করে পুলিশ। রাতে ভবেরচর এলাকায় মাজেদা বেগমের নিকট কৌশলে ক্রেতা সেজে ইয়াবা কিনতে যায় গজারিয়া থানা পুলিশের সদস্যরা। পরে অভিযুক্ত মাদক কারবারির ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫ পিস ইয়াবা ও নগদ ৬০০ টাকাসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বিধি অনুযায়ী মাদক আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/টিবি