জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম
কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো - ইলিশিয়া পাড়ার রমজান আলীর ছেলে মো. ইয়াসিন (৯) এবং আবুল কাশেমের ছেলে মো. আবদুল্লাহ (৮)।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, মূলত বাড়ি থেকে বের হয়ে তারা পানিতে নেমে খেলছিল। এ সময় হঠাৎ পানির গভীরে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারা। পরে প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ ভেসে ওঠে।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন, খেলতে গিয়ে রেললাইনের পশ্চিম পাশের খালের পানিতে পড়ে তারা মারা গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ