images

সারাদেশ

মাতামুহুরি নদীতে মিললো যুবকের লাশ

জেলা প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

এর আগে গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে নদীতে এক যুবককে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে মাতামুহুরী নদীতে অজ্ঞাত এক যুবক গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যাচ্ছিলেন। এ সময় চিৎকার করলে স্থানীয়রা তা শুনতে পায়। তখন নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ বুধবার সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে মেনে যুবকের মরদেহ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু জাফর বলেন, ডুবুরি দল নদীতে নামার ১০ মিনিট পর যুবকের লাশ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে ছবি পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ