images

সারাদেশ

বাড়িতে ঢুকে বৃদ্ধকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

কক্সবাজারের মহেশখালীতে বাড়িতে ঢুকে আবুল হোসেন (৫৫) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ এপ্রিল) ভোররাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

চৌগাছায় নারীকে গলা কেটে হত্যা, স্বামী-সতিন ও ছেলে পলাতক

নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন জানান, জায়গা সম্পত্তির বিরোধ থেকে প্রতিপক্ষের সঙ্গবদ্ধ লোকজন বাড়িতে ঢুকে তার ভাই আবুল হোসেনকে গুলি করে। আহত অবস্থায় আবুল হোসেনকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস