জেলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম
টাঙ্গাইলে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১২টি উপজেলায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য জানিয়েছেন।
তার মতে- এসএসসি ৩৬ হাজার ৭৯৩ জন, দাখিল ৬ হাজার ৫৮৮, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৮০০ এবং ভোকেশনাল (দাখিল) ৫২ জন।
জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসি কেন্দ্র সংখ্যা ৪২টি ও ভেন্যু ৩৯টি, দাখিল কেন্দ্র সংখ্যা ১৫টি ও ভেন্যু ৩টি, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র ২৫টি ও ভেন্যু ৫টি এবং দাখিল (ভোকেশনাল) কেন্দ্র ৩টি।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় মোট ৮৫টি কেন্দ্রে ৪৭ টি ভেন্যুতে ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা দেখভাল করবেন।
প্রতিনিধি/ এজে