জেলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম
ঝিনাইদহের মহেশপুরে একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) এবং ওই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)।
আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক আলী হোসেনের ছেলে সাজু, আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯), হামিদুলের ছেলে সামাউল (১৯) এবং সিয়াম (১৮)। তাদেরকে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির দুটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং বাকি চারজন গুরুতর আহত হন।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/একেবি